ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নেত্রকোনায় ২ কোটি টাকার ভারতীয় চিনি জব্দ

নেত্রকোনায় ২ কোটি টাকার ভারতীয় চিনি জব্দ

নেত্রকোনায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চোরাইপথে আনা ৫০ কেজি ওজনের ৩ হাজার ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। জেলার কলমাকান্দা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় গত বুধবার রাতভর যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ চিনি জব্দ করা হয়। অভিযানে কলমাকান্দা উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের সমম্বয়ে গঠিত একটি টাস্কফোর্স অংশগ্রহণ করে। চিনির জব্দ মূল্য ২ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকা। অভিযানে টাস্কফোর্সের সমম্বয়ক হিসেবে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল ইসলাম দায়িত্ব পালন করেন। গতকাল দুপুরে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরেই কলমাকান্দা ও দুর্গাপুরের সীমান্ত এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চল চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। একশ্রেণির ব্যবসায়ী চুরাই পথে ভারত থেকে মশলা জাতীয় পণ্য, শাড়ি, লুঙ্গী, মদ, কম্বল ও চিনিসহ নানান সামগ্রী আমদানি এবং এলাকার দুর্গাপুর ও কলমাকান্দা সদর, নিকটবর্তী বারহাট্টা ও নেত্রকোনা সদরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। প্রশাসন, পুলিশ, বিজি্িব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাঝে মাঝে এসব পণ্য জব্দও হয়। কিন্তু চোরাকারবারিরা ধরা না পড়ায় তাদের অবৈধ ব্যবসা থামে না। এমতাবস্থায়, বিশেষ পরিকল্পনা গ্রহণ করে প্রশাসন। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সকাল থেকেই টাস্কফোর্স সীমান্তের লেংগুরা ও খারনৈ ইউনিয়নের চেংগ্নী, বৌ-বাজার, বলমাঠ, কুড়াখালি, কচুগড়া প্রভৃতি গ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। জব্দ চিনি নেত্রকোনা কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত