উন্নত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই
শ ম রেজাউল করিম
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম বলেছেন, এ দেশের দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকারের আমলে ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করছেন। অন্যান্য সরকারের সময় প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষের প্রাণহানী ঘটত এখন সেটা হচ্ছে না। যা ক্ষয়ক্ষতি হচ্ছে তাও সরকারের পক্ষ থেকে পূরণ করার ব্যবস্থা করা হচ্ছে। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড- এসবে ক্ষয়ক্ষতি যাতে হ্রাস পায় তার জন্য, যা ব্যবস্থা নেয়ার এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা নিয়েছেন। যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে এবং সবাই মনে করে এটাও বাংলাদেশের কাছ থেকে শেখার রয়েছে।
তিনি গতকাল সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ ও ইন্দুরকানী উপজেলা পরিষদ মিলনায়াতনে ‘মানবিক সহায়তা কর্মসূচির আওতায়’ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঘরবাড়ি মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ এবং ঘূর্ণিঝড় ‘রেমাল’ এ ক্ষতিগ্রস্ত কৃষদের মাঝে বিনামূল্যে নারকেল চারা, রাসায়নিক সার ও উফশী আমন ধানের বীজ বিতরণ কালে এসব কথা বলেন। শ ম রেজাউল করিম এমপি বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন কৃষক পরিবারের সন্তান। তিনি সবসময় কৃষকদের কথা ভাবতেন, কৃষকদের জন্য কাজ করতেন। তার দেখিয়ে যাওয়া পথে এখন বাংলাদেশ হাঁটছে। আর সে লক্ষ্যে বঙ্গবন্ধুর পথ অনুসরণ করেই তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকসহ এদেশের মানুষের জীবন মান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ঘূর্ণিঝড় রেমাল এ ক্ষতিগ্রস্ত যেসব এলাকার মানুষের বসতঘর বিধ্বস্ত হয়ে গেছে, তাদের সকলকে ঘর দেয়া হবে এবং সেই সঙ্গে আর্থিক ক্ষতিও দেয়া হবে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দ প্রাপ্ত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের মাঝেএ ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফ মুর্শেদ মিশুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান এস এম বায়জীদ হোসেন, ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন শানুসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন। এ সময় ৩৮টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ৩৮ বান ঢেউটিন এবং প্রতিজনকে ৩ হাজার টাকা করে মোট ১ লাখ ১৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।