ঈশ্বরদীতে কৃষিপ্রযুক্তি মেলা শুরু

প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী সবুজ গাছের সমারহে ঢেকে গেছে তিন দিনব্যাপী আয়োজিত কৃষিপ্রযুক্তি মেলায়। গত বুধবার বিকালে ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই কৃষিপ্রযুক্তি মেলার বেলুন উড়িয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: এমদাদুল হক রানা সরদার। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাসের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ প্রহল্লাদ কুমার কুন্ডুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিতা সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মো: মোস্তাক আহমেদ কিরণ।

বক্তব্য রাখেন, এআইপি কৃষি পদকপ্রাপ্ত কৃষক শাজাহান আলী পেপে বাদশা, পৌর সভার প্যানেল মেয়র আবুল হাসেম, বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত হিসাব সিদ্দিকুর রহমান কুল ময়েজ প্রমুখ। প্রধান অতিথি এই কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনের পর মেলার বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।