সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিকালে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে লাইসেন্সকৃত একটি দো’নালা বন্দুক, ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ টাকা, একটি মোটরসাইকেল, কয়েকটি মোবাইল ফোন লুটে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাতদল। গতকাল গভীর রাতে উপজেলার দেবিশহরে বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। গৃহকর্তা বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ জানান, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাতের খাবার খাওয়ার পর পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। রাত ২টার দিকে ৫-৭ জনের সংঘবদ্ধ একদল ডাকাত সুকৌশলে তাদের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে ওই বাড়িতে অবস্থানরত সকলকে জিম্মি করে ফেলে। রাত ২ থেকে ৪টা পর্যন্ত ওই বাড়িতে লুটপাট করে তারা। ডাকাতরা তাদের মোবাইল ফোনগুলো কেড়ে নেয় এবং একে একে বাড়িতে থাকা নগদ ৫ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, একটি মোটরসাইকেল ও অন্যান্য মূল্যবান সম্পদসহ তার ব্যবহৃত লাইসেন্সকৃত দো’নালা বন্দুক নিয়ে চলে যায়। পরে পুলিশে খবর দিলে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। দেবহাটা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত বলেন, সংঘবদ্ধ ডাকাত চক্রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। এঘটনায় দেবহাটা থানায় মামলা করা হয়েছে।