ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত দুই

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত দুই

দিনাজপুরের বিরামপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তাহমিদ সরকার নামের এক শিশু ও মিজানুর রহমান মুক্তার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার বিরামপুর পৌর এলাকার হিলি-বিরামপুর আঞ্চলিক সড়কে চলন্ত ট্রাকের চাকা ব্লাস্ট হয়ে সিএনজিকে ধাক্কা দিলে মিজানুর রহমান মুক্তার নিহত হন। একইদিন সকালে বিরামপুরের কলেজ বাজার এলাকায় কুকুরের তাড়ায় দৌড়ে পালানোর সময় ট্রাক চাপায় তাহমিদ সরকার নামের শিশু ঘটনাস্থলেই মারা যায়।

নিহত মিজানুর রহমান মুক্তার দিনাজপুরের হাকিমপুর পৌর শহরের চারমাথা এলাকার আলতাফ হোসেনের ছেলে আর শিশু তাহমিদ সরকার ফুলবাড়ী উপজেলার মাহাদিপুর গ্রামের শামিম সরকারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিরামপুর পৌর এলাকার হিলি-বিরামপুর আঞ্চলিক সড়কের বেগমপুর মোড়ে চলন্ত ট্রাকের চাকা ব্লাস্ট হয়ে বিপরীতমুখী একটি সিএনজিকে ধাক্কা দেয়।

এসময় সিএনজিতে থাকা মিজানুর রহমান মুক্তার, একই পরিবারের তিন আরোহিসহ চালক আহত হয়েছে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মিজানুর রহমান মুক্তারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপরদিকে, গত বৃহস্পতিবার সকালে কুকুরের তাড়ায় দৌড়ে পালানোর সময় বিরামপুরের কলেজ বাজার এলাকায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে তাহমিদ সরকার নামে এক শিশু নিহত হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন। আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত