ঈশ্বরদীতে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খামারবাড়ি পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) কৃষিবিদ রোকনুজ্জামান। ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিতা সরকারের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ প্রহল্লাদ কুমার কুন্ডুর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সজিব আল মারুফ, অতিরিক্ত কৃষি সম্পসারণ অফিসার কৃষিবিদ মাহমুদা মুতমাইন্না, প্রেসক্লাবের সভাপতি মো: মোস্তাক আহমেদ কিরণ। গতকাল বিকালে ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন, উপ-সহকারী কৃষি অফিসার আবু সাইদ খান। ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে আয়োজিত চলমান ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী সবুজ গাছের সমারহে ঢেকে ছিল গত তিন দিনব্যাপী আয়োজিত কৃষি প্রযুক্তি মেলায়।