ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীকে জখম

অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম উত্তম চন্দ্র দাস। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সোয়াইর ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের নিরঞ্জন চন্দ্র দাসের ছেলে। তাকে গতকাল সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বিশেষ অভিযান পরিচালনা করে গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে তাকে সুনামগঞ্জ জেলার দিরাই থেকে গ্রেপ্তার করা হয়। তিনি গত ২৩ জুন ভোর ৬টার দিকে তার পাশের বাড়ির ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন।

কিশোরীটি একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। নেত্রকোনা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফুর রহমান কর্তৃক এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা যায়, ঘটনার দিন ভোর ৫টার দিকে কিশোরীটির বাবা-মা কাজের জন্য ঘরের বাইরে যান। ঘরে ছোট ছোট ভাইবোনদের নিয়ে ঘুমাচ্ছিল সে। এই সুযোগে তাকে ধর্ষণের চেষ্টা চালায় উত্তম চন্দ্র দাস। ছুরি হাতে দরজা খোলে ঘরের ভেতরে প্রবেশ করেন তিনি। তারপর বাধ্য করার জন্য কিশোরীর গলায় ছুরি ধরেন। কিন্তু কিশোরীর ইচ্ছাশক্তি, বুদ্ধিমত্তা ও সাহসের কাছে হার মানতে উত্তম বাধ্য হয়। ততক্ষণে বিষয়টি টের পেয়ে আশপাশের ঘরের লোকজন আসতে শুরু করলে কিশোরীর গলা ও মুখে ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি। ছুরিকাঘাতের কারণে কিশোরীর গলা ও ঠুঁটের অংশবিশেষ কেটে যায়। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এই ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে গত ২৪ জুন মোহনগঞ্জ থানায় মামলা করেন। এরপর পুলিশ সুপার মো: ফয়েজ আহম্মেদের নির্দেশে বারহাট্টা সার্কেলর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দাসকে প্রধান করে একটি আভিযানিক দল গঠন করা হয়। টানা ১৭ ঘণ্টা অভিযান চালিয়ে উত্তম চন্দ্র দাসকে গ্রেপ্তারে সক্ষম হন তারা।