নেতাই নদীতে বালু উত্তোলনের মহোৎসব

হুমকির মুখে নদীপাড়ের বাড়িঘর

প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় ঘোঁষগাও ইউনিয়নে নেতাই নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। নেতাই নদীর বিভিন্ন পয়েন্টে শতাধিক ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে রয়েছে আশপাশের নেতাই পাড়ের বাড়িঘর। নেতাই পাড়ের ভূইয়াপাড়া এলাকায় বসবাসরতদের বেশিরভাগই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের লোকজন। তাদের বাড়িঘর হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে ভূইয়াপাড়া গ্রামের লোকজন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া গতকাল সকালে এলাকাবাসী ভূইয়াপাড়া এলাকায় এবং নেতাই নদীর পাড়ে ড্রেজার বন্ধে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুইয়াপাড়া আদিবাসী গ্রাম সমাজের চেয়ারম্যান হারুন রংদি, দুর্জয় আরেং, সুষময় নেংওয়া প্রমুখ। হারুন রংদি বলেন, অসংখ্য ড্রেজার বসিয়ে নেতাই নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে, এতে আমাদের ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে, যেকোনো সময় ভাঙনের কবলে পড়বে। স্থানীয়রা ড্রেজার বন্ধের দাবি জানান। এ ব্যাপারে বালু মহাল পরিচালনা কমিটির সভাপতি আঃ খালেক মেম্বার বলেন, আমরা ইজারা নিয়ে বালু উত্তোলন করছি, আশপাশে যাদের জমি আছে তাদের ভাড়া দেওয়া হচ্ছে তারা সুবিধা পাচ্ছে; কিন্তু যারা মানববন্ধন করছে, তারা বাইরের লোক। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, মানবন্ধনের বিষয়টিও জেনেছি।