ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাপের কামড়ে দিনমজুরের মৃত্যু

সাপের কামড়ে দিনমজুরের মৃত্যু

ফেনীর সোনাগাজীতে সাপের কামড়ে মো. ঈসমাইল হোসেন নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গত বৃহস্পিতবার রাত ১০টার দিকে চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরসাহাভিকারী গ্রামে দংশনের শিকার হয়ে গতকাল শুক্রবার রাত আড়াইটায় তিনি মারা যান। সে উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরসাভিকারী গ্রামের মৃত. মনছুর আলীর ছেলে। নিহতের পরিবার, পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার রাত দশটার দিকে ঈসমাইল হোসেন স্থানীয় জমাদার বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে দক্ষিণ চরসাভিকারী গ্রামের রফিক মিয়ার বাড়ি সংলগ্ন কালভর্টের ওপর একটি বিষধর সাপ কামড় দেয়। স্থানীয় ওঝা ও কবিরাজের ঝাড়ফুঁকে কোন উন্নতি না হওয়ায় মুমূর্ষু অবস্থায় রাত দেড়টায় সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে রাত আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত