বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় র্যাব-১২ ও র্যাব ১ যৌথ অভিযান চালিয়ে ৫৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তারা হলো, কুমিল্লার দেবীদ্বার উপজেলার পুয়াবাড়ী গ্রামের আলী আশরাফের ছেলে আল আমিন (২৫), হোসেনপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে সাব্বির হোসেন (১৯) ও মোরশেদের ছেলে আনিছ আহম্মেদ (২৩)। র্যাব-১২’র কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকেলে উল্লেখিত স্থানে র্যাবের যৌথ আভিযানিক দল অস্থ্ায়ী চেকপোষ্ট স্থাপন করে। এ অভিযানে রেজিঃবিহীন সাদা রংয়ের বলেরো পিকআপে অভিনব কায়দায় লুকানো উল্লেখিত গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক কাজে ব্যবহৃত বলেরো পিকআপসহ ৪টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।