‘কৃষিই সমৃদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার শুভ উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে সভাপতিত্ব ও উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর রাসেল। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জহুরুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য দেন, কৃষি অফিসার হুমায়ূন দিলদার। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: এ.টি.এম ফয়জুর রাজ্জাক প্রমুখ।
ওই মেলায় ফলজ বনজসহ আধুনিক কৃষি প্রযুক্তির ১৬টি স্টল বসে। এ সময় উপজেলার ১ হাজার ৪শত প্রান্তিক কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী জাতের ধান বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নার্সারীর মালিক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।