মাধবপুরে পর্যটকদের পদচারণায় মুখরিত
বহরার রাবার ড্যাম উপজেলায়
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
হীরেশ ভট্টাচার্য্য হিরো, মাধবপুর (হবিগঞ্জ)
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরার রাবার ড্যাম পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত রাবার ড্যামে নানা বয়সি লোক সোনাই নদীর জলরাশিতে হৈহুল্লোরে মেতে উঠেছেন। বিশেষ করে ছুটির দিনে শিশু কিশোরদের পদচারণায় মুখরিত হয় রাবার ড্যাম। মাধবপুর দক্ষিণ অঞ্চলে ভারতের ত্রিপুরা থেকে ছুটে চলা বহরার রাবার ড্যামে বিনোদনের জন্য আর্কষণীয় বিনোদনকেন্দ্র হিসেবে স্থান পেয়েছে। গত শুক্রবার ও শনিবার ছুটির দিনে বিকাল বেলায় রাবার ড্যামে পানিতে নেমে দাপাদাপি করতে দেখা যায় নানা বয়সি পর্যটকদের। বহরা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন জানান, মাধবপুর উপজেলার বহরা ও চৌমুহনীর দক্ষিণ এলাকায় কৃষি চাষাবাদের জন্য সরকার প্রায় এক যুগ আগে মোটা রাবার ফুলিয়ে নদীতে বাঁধ দিয়ে পানি আটক করে। জলপ্রপাতের মতো রাবার ড্যাম গড়িয়ে নিচের দিকে পানি প্রবাহিত হয়। এই সুন্দর দৃশ্য দেখা ও উপভোগ করার জন্য প্রতিদিনই শত শত দর্শনার্থীর পদচারণায় রাবার ড্যাম মুখরিত হয়ে উঠে। রাবার ড্যাম এলাকায় নদীর দুপাড়ে সুনিবিড় সবুজ গাছপালা পর্যটকদের আরো বেশি আর্কষণীয় করে তুলেছে। রাবার ড্যামের ওই পাড়ে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য। রাবার ড্যাম থেকে ত্রিপুরার রাজ্যের সৌন্দর্যও ভোগ করে দর্শনার্থীরা। মাধবপুর পৌর শহর থেকে ঘুরতে আসা ব্যবসায়ী মশিউর রহমান মুর্শেদ জানান, বহরার রাবার ড্যাম সরকারিভাবে পর্যটকদের জন্য বিভিন্ন অবকাঠামোগত সুযোগ সুবিধা সৃষ্টি করা হলে সরকার রাজস্ব আয়ের পাশাপাশি পর্যটকদের সংখ্যা আরো বেড়ে যেত। বহরার রাবার ড্যাম এলাকাটি সড়ক পথে যোগাযোগের ভালো মাধ্যম থাকায় বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা সহজেই যাতায়াত করতে পারে। চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, সরকারিভাবে রাবার ড্যাম এলাকায় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিলে পর্যটকের সংখ্যা আরো বেড়ে যাবে। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল বলেন, রাবার ড্যাম ও নদীর পরিবেশের সুরক্ষা রেখে রাবার ড্যাম এলাকায় পর্যটন শিল্প গড়ে তুলা যায় কি না, এ বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন মহোদয়কে অবগত করেছি। তিনি জানান, রাবার ড্যামের সৌন্দর্য বৃদ্ধির জন্য সরকারের চিন্তাভাবনা রয়েছে। আমি আলাপ-আলোচনা করে পর্যটকদের বিনোদনের জন্য তা শিগগিরই বাস্তবায়ন করব।