দুই লক্ষাধিক উপকারভোগীর মধ্যে প্রণোদনা বিতরণ
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৩-২০২৪ অর্থবছরে দিনাজপুর জেলার ২ লাখ ৮ হাজার ৩১৯ জন উপকারভোগীর মাঝে ৮১ কোটি ২২ লাখ ২০ হাজার ১৩৯ টাকার কৃষি প্রণোদনা বিতরণ করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন ফসল আবাদের জন্য ১ হাজার ৭০০ জন কৃষকের মাঝে ৭৩ লাখ ৯৪ হাজার ১০০ টাকার সার ও বীজ বিতরণ করা হয়েছে। একই কর্মসূচির আওতায় শীতকালীন ফসল আবাদের জন্য ৭৭ হাজার ৮৮০ জন কৃষকের মাঝে ৭১ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকার সার ও বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া বোরো, আউশ ও রোপা আমন ধান আবাদের জন্য ১ লাখ ২৬ হাজার ৭৩৯ জন কৃষকের মাঝে ৮ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ৩৯ টাকার বীজ ও সার বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাট চাষাবাদের জন্য ২ হাজার জন কৃষকের মাঝে ৪ লাখ ৪৫ হাজার টাকার কৃষি প্রণোদনা প্রদান করেছে।