দুমকীতে ৩১৮ বস্তা সরকারি চাল উদ্ধার

প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকীতে আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরের বাড়ির ওপরের চাচা সৈয়দ হাবিবুর রহমানের বসতঘর থেকে ৩১৮ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত শনিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার জলিশা গ্রামে সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরের বসতবাড়ির পূর্বভিটিতে হাবিবের ঘরে চেয়ারম্যানের নিজের রাখা চাল অভিযান চালায় দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন মাহমুদ। জানতে চাইলে ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর জানান, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগী জেলের কষ্টের কথা চিন্তা করে আমার বাড়িতে অর্থাৎ তাদের সুবিধাজনক স্থানে চাল বিতরণের এ সিদ্ধান্ত নিয়েছি। পরিষদ থেকে চাল আনতে প্রত্যেকের অনেক টাকা খরচ হয়ে যায়। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন মাহমুদ আলোকিত বাংলাদেশকে জানান, ইউনিয়ন পরিষদের বাইরে চাল মজুত করার বিধান নেই।