ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

যশোরের কেশবপুরে আদালতের নির্দেশ অমান্য করে বাঁশের বেড়া দিয়ে ঘিরে ভ্যান চালকের জমি জবরদখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক ভ্যান চালক হাসানুর রহমান বাদী হয়ে গত ২৪ জুন যশোর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন যার নং-৭০৪/২৪। আদালতে দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের মালেক ফকিরের ছেলে ভ্যান চালক হাসানুর রহমান কেশবপুর থানাধীন আর,এস খতিয়ান ৪২ ও ৪২/১, আর,এস দাগ ৫৪১ ও ৫৪১-এর নিজ মোট ৬১ শতক জমিতে দীর্ঘদিন ধরে ফলজ, বনজ বৃক্ষদি রোপণ করিয়া ভোগদখল করে আসছিল। ওই জমির বিরোধকে কেন্দ্র করে গত ২৩ জুন সকালে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আজিজ দফাদারের ছেলে রসুল দফাদাদগং জোরপূর্বক জবরদখলের চেষ্টা করেন। কিন্তু বাদী বাধা দেওয়ায় তারা ব্যর্থ হন। এ ঘটনায় হাসানুর রহমান বাদী হয়ে গত ২৪ জুন রসুল দফাদার, জিয়াউর রহমান ও বাবলুর রহমানের বিরুদ্ধে যশোর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন যার নং পি-৭০৪/২৪। বিজ্ঞ আদালতের নির্দেশে কেশবপুর থানা পুলিশ গত ২৭ জুন বিরোধীয় জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ জারি করেন। কিন্তু পুলিশ নোটিশ জারি করে চলে যাওয়ার পরই ওই দিন বিবাদীরা আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক বিরোধীয় জমিতে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছে বলে গতকাল দুপুরে কেশবপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে বাদী ভ্যান চালক হাসানুর রহমান এ কথা জানান। বিবাদী রসুল দফাদারগংরা বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটা সঠিক না। আমরা নিজেদের জমি ঘিরেছি। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো: জহিরুল আলম বলেন, আদালতের নির্দেশে ওই জমির উপর শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ জারি করা হয়েছে। কেউ আদালতের নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত