ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গাজীপুরের কালিয়াকৈরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক ও কৃষানিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার হলরুমে এ বিতরণ অনুষ্ঠান হয়।

কৃষি সমৃদ্ধ ২০২৩-২৪অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার ৬০০ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম আজাদ। এ সময় আরো বক্তব্য দেন, বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নবনির্বাচিত মনোয়ার হোসেন ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামসহ আরো অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তারসহ উপজেলার বিভিন্ন

দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও কৃষক-কৃষানিরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত