ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়ার বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি গ্রামে মোস্তাফিজুর রহমান সবুজ নামে এক ঠিকাদার এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। এর আগে গত ১৪ জুন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়া ও তার লোকজন ওই এলাকায় মোস্তাফিজুর রহমান সবুজের ভোগ দখলকৃত ৪৭ শতক জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে হামলা চালায় এমন অভিযোগ সবুজের। মোস্তাফিজুর রহমান সবুজ জানান, তিনি গত ১২ জুন ওই এলাকায় মিন্টু মিয়া নামে এক ব্যক্তির কাছে দলিল মূলে ৪৭ শতক জমি ক্রয় করেন। ওই জমি ক্রয় করতে ব্যর্থ হয়ে তার জ্যাঠাতো ভাই লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়া ও তার ভাই কাওছার মামুন ভুঁইয়াসহ তাদের লোকজন ১৪ জুন তার ভোগ দখলীয় জমি দখলের চেষ্টা করেন। এতে তারা বাধা দিলে তাদের ওপর হামলা চালায় এমন অভিযোগ সবুজের। ঘটনার ১১ দিন পর উল্টো সবুজ ও তার পরিবারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন এবং তার দুই ভাইকে গ্রেপ্তার করেন পুলিশ। এ ঘটনায় সবুজ থানায় মামলা দিলেও এখন পর্যন্ত পুলিশ সেই মামলা নথিভুক্ত করেনি। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ভাই কাওছার মামুন ভুইয়া জানান, মোস্তাফিজুর রহমান সবুজ যে জমি ক্রয় করেছেন সেই জমিতে না গিয়ে আমাদের ভোগ-দখলীয় জমি দখলের চেষ্টা করছেন।
আমার ও আমার ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সত্য নয়। হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পাল্টাপাল্টি অভিযোগ হলেও যে অভিযোগটি আমলযোগ্য সেটা নথিভুক্ত করা হয়েছে।