বালুবোঝাই ট্রাক কেড়ে নিল খালা-ভাগ্নির প্রাণ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বালুবোঝাই ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুটি ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়রা রাস্তা অবরোধ রেখে আন্দোলন করে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।

গত সোমবার রাতে উপজেলার ভূনবীর ইউনিয়নের পাত্রীকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের পাত্রীকুল গ্রামের পিয়ারা বেগম ও তার ভাগ্নি সাবিয়া আক্তার। শিশু সাবিয়া আক্তার বেড়াতে খালার বাড়িতে এসেছিল। স্থানীয়রা জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিলিকা বালুর রাজ্য খ্যাত ভূনভীর ইউনিয়ন। এ ইউনিয়নজুড়ে প্রতিনিয়ত চলে অবৈধ বালু উত্তোলন। সড়ক দিয়ে চলে ভারী বালু উত্তোলনকারী ট্রাক ও লরি। রাতে দুটি ট্রাকের চাপায় খালা ও ভাগ্নির নিহত হয়েছে। এরপর গ্রামবাসী সড়ক অবরোধ করে রাখে। এ সময় শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায় ও ইউএনও মো. আবু তালেব পরিদর্শন করে বিচারের আশ্বাস দেন এবং পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজন নিহত হয়েছেন। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকার পরিবেশ এখন শান্ত আছে।