ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইটনায় ২ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

ইটনায় ২ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদর ইউনিয়নের ইটনা হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ সাড়ে ৮০ হাজার টাকা মূল্যের ৪৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং) জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গত সোমবার দুপুরে অভিযান শেষে বিকেল ৫টায় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের ইটনা জিরো পয়েন্ট এলাকায় জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, হাওরে মাছের উৎপাদন বাড়ানো ও নিষিদ্ধ জালের ব্যবহার রোধে উপজেলার বিভিন্ন হাওরে নিয়মিত অভিযান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হোসেন অভিযান পরিচালনা করেন। অভিযানে ১ লাখ সাড়ে ৮০ হাজার টাকা মূল্যের ৪৫টি নিষিদ্ধ চায়না দোয়ারি (রিং) জাল প্রকাশ্যে জব্দ ও পুড়ানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত