ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে নিহত এক

আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে নিহত এক

চুয়াডাঙ্গা দামুড়হুদার জয়রামপুরে দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে উজ্জল হোসেন নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইব্রাহীম হোসেন নামে অপর চালক। গতকাল সকাল ১১টার দিকে জয়রামপুর কাঁঠালতলায় এ দুর্ঘটনা ঘটে। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। উজ্জল হোসেন আলমডাঙ্গা উপজেলার নওদা হাপানিয়া গ্রামের মোহাম্মদ আমির আলীর ছেলে। আহত ইব্রাহীম হোসেন আলমডাঙ্গার ভালাইপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে। ওসি আলমগীর কবীর জানান, সকালে জয়রামপুরে মাছ ও কাঠবোঝায় দ্রুতগতির দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে উভয় চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উজ্জল হোসেনকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত