ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দশ হাজার মিটার নিষিদ্ধ জাল ভস্মীভূত

দশ হাজার মিটার নিষিদ্ধ জাল ভস্মীভূত

নওগাঁর রাণীনগরের আবাদপুকুর হাটে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করে আগুনে ভস্মীভূত করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায় এই অভিযান পরিচালনা করেন। কর্মকর্তা জানান, ওই হাটে নিষিদ্ধ কারেন্টজাল বিক্রি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ কারেন্টজাল ক্রেতা-বিক্রেতারা জাল ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্রায় একলাখ ২০ হাজার টাকার ১০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। এর পর জনসম্মুখে আগুনে পুরে ভস্মীভূত করা হয়। এর আগে গত ২৬ জুন একই হাটে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করে আগুনে ভস্মীভূত করা হয়েছে। এই কর্মকর্তা আরো জানান, দেশীয় প্রজাতির মাছের সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত