চোখ রাঙাচ্ছে তিস্তা

ডুবে গেছে ফসলি খেত

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে তিস্তা নদীর পানি গত দুইদিন ধরে বিপৎসীমার কাছাকাছি স্থিতিশীল রয়েছে। এতে জেলার পাঁচটি উপজেলার নদীর তীরবর্তী ও চরাঞ্চলের বেশ কিছু এলাকায় পানি ঢুকে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া এসব এলাকার ধান, ভুট্টা, বাদামসহ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, গতকাল সকাল ৯টায় তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এই পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তিস্তার পানি বৃদ্ধির ফলে পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সিন্ধুর্ণা, ডাউয়াবাড়ি, কালীগঞ্জের শৈলমারী, আদিতমারীর মহিষখোচা, বাহাদুরপাড়া, গোবরধন, সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ এলাকার নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এসব এলাকার কৃষকরা বিপাকে পড়েছে ফসল ও গবাদিপশু নিয়ে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানান, আগামী দু’একদিনের মধ্যে তিস্তার পানি আরো বাড়তে পারে। এরপর কমার সম্ভাবনা রয়েছে।