চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য আহত

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া সীমান্তে চোরাকারবারিদের হামলায় শফিকুল আলম নামে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। এ সময় অন্য বিজিবি সদস্যরা ধাওয়া করে তিন চোরাকারবারিকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তের ১৯২/৩-এস পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের উনিশবিঘী নামক স্থানে এ ঘটনা ঘটে। রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯২/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এসময় ৮/৯ জন চোরাকারবারি শূন্য লাইন হতে অবৈধ মাদক নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। একপর্যায়ে চোরাকারবারিরা টহল দলের ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালালে শফিকুল ইসলাম নামে এক সিপাহী সামান্য আহত হন। এ সময় বিজিবির টহল দলের সদস্যরা তাদেরকে ধাওয়া করে মাদকসহ ৩ চোরাকারবারিকে গ্রেফতার করতে সক্ষম হলেও অন্য চোরাকারবারিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স অবস্থানে বিজিবি। কোনোভাবে মাদক দেশের মধ্যে প্রবেশ করতে পারবে না।