পাটবীজ উৎপাদনকারী চাষিদের প্রশিক্ষণ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পাটবীজ উৎপাদনকারী চাষিদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। একইসাথে এই চাষিদের মাঝে রাসায়নিক সার বিতরণ করা হয়। গতকাল দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে- উন্নয়ন প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প ও উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রেজা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার হাবীবের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোন্তেজার রহমান চঞ্চল, মহিলা ভাইস চেয়ারম্যান আকতার বানু লাকী, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম।