জেলের জালে ২৫ কেজির বাঘাইড়

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ২৫ কেজি ওজনের বিশাল আকারের একটি বাঘাইড় মাছ ধরা পরেছে। গতকাল সকাল ৯টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের অদূরে সিরাজুল জেলের জালে মাছটি ধরা পরে। সকাল ১০টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে মাছটি প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে মোট ৩৩ হাজার ৭৫০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ। মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ জানান, মাছটি আমি প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার টাকায় বিক্রি করবো। মাছটি দড়িতে বেঁধে পদ্মা নদীর পানিতে জীবন্ত রাখা হয়েছে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান জানান, নদীতে পানি ও স্রোত কম থাকায় জেলেদের জালে প্রতিদিন বড় বড় রুই, কাতল, মৃগেল, বাঘাইড়, পাঙ্গাস, ইলিশ, বোয়ালসহ বিভিন্ন মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।