ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

নেত্রকোণায় ভুল চিকিৎসায় রিপা আক্তার নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। জেলা সদরের বনুয়াপাড়া মহল্লায় অবস্থিত সেবা ডিজিটাল হাসাপাতাল নামের একটি বেসরকারি ক্লিনিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার পর হাপাতালের কর্তৃপক্ষসহ ডাক্তার-নার্স গাঢাকা দিয়েছেন। নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রিপা আক্তার জেলার মদন উপজেলার ফতেহপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামের রফিক মিয়ার স্ত্রী। রফিক মিয়া জানান, তার সন্তান-সম্ভবা স্ত্রীকে গত বুধবার রাতে ডিজিটাল সেবা হাসপাতালে ভর্তি করানো হয়। ওই রাতেই তার সিজিারিয়ান অপারেশন হয় এবং এক কন্যাসন্তান জন্ম লাভ করে। রফিক মিয়ার অভিযোগ, গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রসূতির চিকিৎসা ঠিকঠাক মতোই চলছিল।

একপর্যায়ে নতুন একজন নার্স এসে রিপার হাতে স্থাপন করা ক্যানোলা খুলে ফেলেন, পাশাপাশি তাকে একটি ইনজেকশনও দেন। এর কিছুক্ষণের মধ্যেই রিপা মারা যায়। বিষয়টি টের পেয়েই ওই নার্সসহ হাসপাতালের সব লোকজন পালিয়ে যান। তবে শিশুটি সুস্থ আছে। ওসি মোহাম্মদ আবুল কালাম বলেন, পরিদর্শনকালে হাসপাতালের কাউকেই পাওয়া যায়নি। সবাই পালিয়ে গেছে। মৃতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত