ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ

কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ

নওগাঁয় খরিপ মৌসুমে রোপা আমন (উফশী) জাতের ধান বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

গতকাল বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। এ সময় নওগাঁ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল ও ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রেজাউল করিম বক্তব্য রাখেন। পরে ২০২৩-২৪ অর্থবছরের ১ হাজার ২২০ জন কৃষককে খরিপ মৌসুমে রোপা আমন (উফশী) জাতের ধান বীজ ৫ কেজি এবং ২০ কেজি ডিএপি ও এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত