ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পৃথক দুর্ঘটনায় বাগেরহাটে নিহত দুই

পৃথক দুর্ঘটনায় বাগেরহাটে নিহত দুই

বাগেরহাটের মোল্লাহাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে দশটারদিকে উপজেলার কাহালপুর এলাকার সাগর ফিলিং স্টেশনের কাছে খুলনা-মাওয়া মহাসড়কে পৃথক দুটি গাড়ির ধাক্কায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, খুলনা জেলার যুগিহাটি গ্রামের সাদেক শেখের ছেলে মোটরসাইকেল আরোহী আসাদ শেখ এবং মোল্লাহাট উপজেলার গাংনী এলাকার মৃত সালাম খার ছেলে ঔষুধ ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, গতকাল সকালে উপজেলার কাহালপুর এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেল আরোহী আসাদ শেখকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে সকাল সাড়ে দশটার দিকে একই এলাকার সাগর ফিলিং স্টেশনের সামনে অপর একটি বাসের ধাক্কায় ভ্যানযাত্রী মো. আনোয়ার নিহত হয়েছেন। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত