ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কৃষকের মাঝে বীজ-সার ও চারা বিতরণ

কৃষকের মাঝে বীজ-সার ও  চারা বিতরণ

বরগুনার তালতলীতে ৫ হাজার ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে এ প্রণোদনা দেওয়া হয়। জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উফশী আমন ধান ও নারিকেল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার ৮০০ কৃষকে আমন ধানের বীজ ও সার প্রদান করা হয়। যেখানে প্রতিজন কৃষককে ৫ কেজি আমন ধানের বীজ, ২০ কেজি সার প্রদান করা হয়েছে। এছাড়াও ৫টি করে ৫০০ কৃষককে নারিকেল চারা দেওয়া হয়। বীজ ও সার বিতরণকালে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবী-উল-কবির, ইউএনও সিফাত আনোয়ার তুমপা, উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াস প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত