হবিগঞ্জের মাধবপুরে গত কয়েক দিনে অতি বৃষ্টিতে সবজি খেতের মারাত্মক ক্ষতি হয়েছে। বর্ষা মৌসুমে ভালো দাম পাবার আশায় কৃষকরা বিভিন্ন জাতের সবজি চাষ করেছিলেন। কিন্তু বৃষ্টির পানিতে সবজি খেতের সবজি গাছ মরে গেছে। চা বাগানের উঁচু টিলায় কৃষকরা বর্ষাকালীন উচ্চ ফলনশীল টমোটো চাষ করেছিলেন। কিন্তু অতি বৃষ্টিতে টমোটো চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা ধারদেনা করে বাণিজিকভাবে বিভিন্ন জাতের সবজি চাষ করে এখন হতাশ হয়ে পড়েছে। এখন পর্যন্ত সরকারিভাবে কৃষকদের কোনো আশ্বাস বা কোনো প্রণোদনা দেওয়া হয়নি। মাধবপুর উপজেলার মধ্যে কৃষকরা ধর্মঘর, চৌমুহনী ও শাহজাহানপুর ইউনিয়নে বাণিজ্যিকভাবে কৃষি চাষাবাদ করে থাকেন। অতি বৃষ্টিতে এসব এলাকার সবজি খেত বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। মাধবপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মাধবপুর ১১টি ইউনিয়নে প্রায় ২ হাজার ১০০ একরজুড়ে কৃষকরা বিভিন্ন জাতের সবজি চাষ করেন। এসব সবজির মধ্যে আগাম জাতের টমোটো, বরবটি, ধুন্দুল, পেঁপে, বেগুন চালকুমড়া, লাউ জাতের সবজি ছিল। তবে গত কয়েকদিনের অবিরাম বর্ষনে সবজি আবাদের অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে উজানের ঢলে জমিতে পানি জমে সবজি খেত মরে গেছে। শাহজাহানপুর ইউনিয়নের কৃষক সের আলী ও কালা মিয়া সহ একাধিক কৃষক জানান, শাহজাহানপুর ইউনিয়নে সুরমা চা বাগানে উঁচু টিলায় প্রায় ২০০ বিঘা জমিতে আগাম জাতের টমোটো চাষ করা হয়েছিল কিন্তু বৃষ্টির ঢলে টমোটো গাছ মাটিসহ সরে গেছে। গোড়া থেকে মাটি সরে যাবার কারনে টমোটা গাছ মরে গেছে। এছাড়া চাল কুমড়া, লাউ সহ অন্যান্য সবজি খেতে পানি জমে সবজি গাছ মরে গেছে। এবারের মত এমন নষ্ট আগে আর হয়নি। চৌমুহনী ইউনিয়নের কৃষক বধু মিয়া জানান, অতিরিক্ত বৃষ্টিতে সবজি খেতে পানি আটক হয়ে তার ৫ বিঘা সবজি বিনষ্ট হয়েছে।