পাবিপ্রবিতে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পাবনা প্রতিনিধি

সর্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। ফলে বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত ক্লাস, সব পরীক্ষা, ল্যাব, দাপ্তরিক কাজ ও গুচ্ছ ভর্তিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। কর্মসূচি পাবিপ্রবির ২১টি বিভাগের ১৮৫ জন শিক্ষক অংশগ্রহণ করছেন। এ সময় শিক্ষকরা বলেন, একদল কুচক্রী মহল সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দূরত্ব সৃষ্টির জন্য এমন হঠকারী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই পেনশন স্কিম বাস্তবায়ন হলে জুলাই থেকে যোগদান করা শিক্ষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। ফলে শিক্ষকতা পেশায় আসতে মেধাবীরা আগ্রহ হারাবেন। বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ সর্বাত্মক কর্মবিরতি চলবে।