ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

‘সর্বজনীন পেনশন স্কিম’ বিষয়ে মতবিনিময় সভা

‘সর্বজনীন পেনশন স্কিম’ বিষয়ে মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘সর্বজনীন পেনশন স্কিম’, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা, বাল্যবিয়ে বন্ধকরণ বিষয়ে জনপ্রতিনিধি, কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, এসি ল্যান্ড মো. আবু মুছা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার শিউলি, ওসি (তদন্ত) সজল কান্তি দাস, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম সরকার, চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ, সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী প্রমুখ। সভার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম সর্বজনীন পেনশন স্কিমের পুরো বিষয়টি মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে তুলে ধরেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত