ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাটুরিয়ায় তিন গরু চোর গ্রেপ্তার

সাটুরিয়ায় তিন গরু চোর গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় পিকআপ ভ্যান জব্দ ২টি গরুসহ ৩ চোরকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ। যার মূল্য আনুমানিক ১ লাখ ৫২ হাজার টাকা। সম্প্রতি উপজেলায় গরু চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন ও আল আমিনসহ দুই কনস্টেবল আব্দুল হালিম ও দোলনকে মানিকগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলো- পাবনা জেলার বেড়া উপজেলা পেচাকোলা ও হাটুরিয়া গ্রামের মো: মিকাইল আহাম্মেদের ছেলে মো: এজাজ আহম্মেদ (২৩), ও মো: সিদ্দিক বেপারীর ছেলে মো: জহিরুল ইসলাম (২৬) ও জামালপুরের ইসলামপুর উপজেলার পচাবহলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো: সবুজ ফকির (৫০)। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো। এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, আসামি ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির কথা স্বীকার করেছে। আসামিদের কাছে হতে ২টি গরু উদ্ধারসহ ১টি পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে। আসামিদের আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত