নোয়াখালীতে কোটা বৈষম্য পরিপত্র পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর আয়োজনে গতকাল সোমবার সকাল থেকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে এই বিক্ষোভ মিছিল করা হয়। কোটা বৈষম্য নিপাত যাক, চাকরিতে মেধাবীরা সুযোগ পাক এইসব স্লোগানে আন্দোলনকারী কোটা বৈষম্য বিরোধীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ দেওয়া যাবে না। কিছু ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা চাকরির জন্য আবেদনই করতে পারেন না, কেবলমাত্র মুষ্টিমেয় কোটাধারীদের জন্যই এ বিশেষ সুবিধা। চাকরির নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার করা যাবে না।