ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দুই ব্যবসায়ীকে ৫৪ হাজার টাকা জরিমানা

দুই ব্যবসায়ীকে ৫৪ হাজার টাকা  জরিমানা

মেহেরপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রি ও সংরক্ষণ করার অপরাধে দুই ব্যবসাপ্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল দুপুরের দিকে শহরের বড়বাজার এবং হোটেল বাজারে এ অভিযান চালানো হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক সজল আহমেদ মেহেরপুর পৌরসভার বড় বাজারের সন্তোষ বীজ ও খাদ্য ভাণ্ডারে অভিযান চালান। সেখানে মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রি ও সংরক্ষণ করার অপরাধে সন্তোষ বীজ ও খাদ্য ভাণ্ডারের মালিক রিপন কুমার সাহার নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে শহরের হোটেল বাজারের রিতা স্টোরের মালিক শাহিনের নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ও ৪৫ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন, মো. সাজেদুল ইসলাম, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত