অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। সভায় সবার মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। যার মধ্যে রয়েছে- নওয়াপাড়া শহর যানজটমুক্ত রাখতে মহাসড়কে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত লোড-আনলোড কাজ বন্ধ রাখা, বালু-কয়লা ও মাটি বহন করার সময় তা ঢেকে বহন করা, সড়ক পথে চাঁদাবাজি বন্ধ করা, নিত্যপণ্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, বাল্যবিয়ে প্রতিরোধ ও গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় করা, মাদকপ্রবণ এলাকায় অভিযান ও চিহ্নিত মাদক কারবারিদের তালিকা করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা, ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আইন ভঙ্গকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণেরও সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা কেএম আবু নওশাদ। এর আগে একই মিলনায়তনে ভৈরব নদ রক্ষায় করণীয়, বালু ও কয়লা ব্যবস্থাপনার বিষয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।