ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চারশ’ কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

চারশ’ কৃষকের মধ্যে বীজ ও  সার বিতরণ

ভৈরবে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় চারশ’ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু হলরুমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন। এ সময় তিনি বাড়ির আঙিনাসহ কৃষি জমির এতোটুকু অংশও পতিত না রাখার আহ্বান জানান কৃষকদের। সরকার ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের নানা কর্মসূচির আওতায় সহায়তা দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, সরকারি সহায়তার এই সুযোগকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি করলে কৃষকরা লাভবান হবেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম। পরে উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪০০ কৃষকের মাঝে ৫ কেজি করে রোপা আমনের বীজ এবং ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত