বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৯টি স্বর্ণের বারসহ মনোয়ার হোসেন নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের ওজন ১ কেজি ৬৮ গ্রাম। যার দাম আনুমানিক ১ কোটি ৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সকালে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মনোয়ারের বাড়ি বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দৌলতপুর সীমান্ত দিয়ে সকালে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচার করা হবে- এমন খবর পেয়ে বিজিবি সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সকালে সীমান্তের দিকে এক ব্যক্তিকে যেতে দেখে তাকে থামিয়ে তার হাতে থাকা ব্যাগে তল্লাশি চালালে ১ কেজি ৬৮ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার পাওয়া যায়। এ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লাখ টাকা। এ ঘটনায় স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।