বেগমগঞ্জ আর্থিক সহায়তা ও চেক বিতরণ
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলাধীন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা ও চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর আওতায় এসব রোগীদের এককালীন ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। গতকাল উপজেলা হলরুমে অনুষ্ঠান প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ও চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন। অনুষ্ঠানে উপজেলায় নির্বাহী অফিসারের সভাপতিত্বে সমাজসেবা অফিসার নাছরুল্যাহ আল মাহমুদ পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত উপজেলায় ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, সাজেদা আক্তার লাভলী, উপজেলায় প্রকৌশলী হাফিজুল হক ও প্রকল্প অফিসার আহমদ উল্যাহ সবুজসহ অনেকেই। উল্লেখ্য, সমাজসেবা অধিদপ্তর তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে দেশের মোট ৪০ হাজার রোগীর মধ্যে ২০০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। বেগমগঞ্জ উপজেলার মোট ৯৮ জন উপকারভোগীকে ৪৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। আগামী সপ্তাহে আরো ৯০ জনকে ৪৫ লাখ টাকা বিতরণ করা হবে, বলে নিশ্চিত করেন নাছরুল্যাহ আল মাহমুদ।