কামড় খেয়ে রাসেলস ভাইপার নিয়েই হাসপাতালে কৃষক

প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাসেলস ভাইপারের কামড় খেয়ে সাপ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন মিলন আলী নামে এক কৃষক।

গত সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বগলাউড়ি গ্রামের পদ্মার চরে তাকে রাসেলস ভাইপার কামড় দেয়। মিলন আলী পাকা ইউপির বোগলাউড়ি কানছিঁড়া গ্রামের তফজুল হোসেনের ছেলে। পাকা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপের কামড়ে আক্রান্ত কৃষক মিলন আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। কৃষক মিলন আলী বলেন, বগলাউড়ি গ্রামের পাশে পদ্মার চরে খেতে কাজ করছিলাম। এ সময় একটি সাপ কামড় দেয়। আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাসেলস ভাইপার সাপ দেখতে পান। পরে সাপটিকে জীবিত অবস্থায় ধরে সঙ্গে সঙ্গে উপজেলা হাসপাতালে চলে আসি। তিনি বলেন, গ্রামের কোনো ওঝার কাছে না গিয়ে দ্রুত সময়ে হাসপাতালে এসে চিকিৎসা নিয়ে সুস্থ আছি। আমি ভয় পাইনি। চেনার সুবিধার জন্যই সাপ নিয়ে হাসপাতালে আসি। শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সেলিম রেজা বলেন, মিলন আলীর অবস্থা ভালো। দ্রুত হাসপাতালে চলে আসায় চিকিৎসাসেবা দিতে সুবিধা হয়েছে।