ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাদক কারবারির যাবজ্জীবন

মাদক কারবারির যাবজ্জীবন

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. জসিম নামে ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গত মঙ্গলবার বিকালে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এই রায় দেন। কারাদপ্রাপ্ত জসিম কক্সবাজার জেলার টেকনাফ থানার ২ নম্বর হ্নিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব পালখালি এলাকার মৃত বশির আহমদ এর ছেলে। মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২৩ সালের ১ এপ্রিল র‌্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের বড় স্টেশন সুন্দরবন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আসামি জসিমকে আটক এবং ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় জসিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্তণ আইনে মামলা হয়। মামলাটি তদন্ত করেন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকরামুল হক। তিনি তদন্ত শেষে ২০২৩ সালের ২৩ মে আদালতে চার্জশিট দাখিল করেন। সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটার (পিপি) রনজিত রায় চৌধুরী বলেন, মামলাটি চলমান অবস্থায় আদালত ৭ জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। স্বাক্ষ্য গ্রহণ, আসামীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়া এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত