যশোরের বেনাপোল থানা পুলিশের পৃথক অভিযানে ১০০ গ্রাম গাঁজা, ১৫০ গ্রাম পুরিয়া হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ী, তিনজন সাজাপ্রাপ্ত এবং আটজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্তসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বেনাপোল পোর্ট থানার ভবের বেড়, বালুন্ডা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরাা হলো, বেনাপোল পোর্ট থানার ভবের বেড় পশ্চিমপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে এনামুল হক কালাই ও আয়ুব মুন্সীর ছেলে ইবাদত মুন্সি, বালুন্ডা গ্রামের জাকির হোসেনের ছেলে সজীব মোড়ল, ভবের বেড় গ্রামের ইসমাইলের ছেলে আবু বক্কার সিদ্দিক, একই গ্রামের মৃত সিরাজুলের ছেলে সালাম, উত্তর গাতিপাডা গ্রামের সদর আলির ছেলে সেলিম, বড়আঁচড়া গ্রামের সুভাস হাওলাদারের ছেলে পলাশ কুমার হাওলাদার, বেনাপোল কলেজ পাড়ার মুত আব্দুল মান্নানের ছেলে রাসেল, ভবের বেড় পশ্চিমপাড়া গ্রামের স্বামী আব্দুল খালেকের স্ত্রী মনোয়ারা খাতুন ভাদু, বড়আঁচড়া গ্রামের খোকন সরদারের ছেলে হাদিস সরদার, জামাল হোসেনের ছেলে মাসুদ রানা, আব্দুল লতিফের ছেলে সেলিম রেজা, ইমরুলের ছেলে নয়ন হোসেন, গনি সিকদারের ছেলে বিল্লাল হোসেন। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের গতকাল দুপুরে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।