ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নওগাঁ সরকারি কলেজে বাজেট সেমিনার

নওগাঁ সরকারি কলেজে বাজেট সেমিনার

টেকসই উন্নয়ন পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা প্রথমবারের মতো নওগাঁ সরকারি কলেজে বাজেট সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কলেজের অডিটোরিয়ামে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে অর্থনীতি বিভাগ এর আয়োজন করে। সহযোগিতায় ছিল- পূবালী ব্যাংক। সেমিনারে কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসানের সভাপত্বিতে মুল প্রবন্ধ পাঠ করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: আব্দুর রাজ্জাক। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মো: ইলিয়াস হোসেন।

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: মহীদুল হাসান, প্রফেসর এস.এম. মোজাফফর হোসেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খাঁন, পূবালী ব্যাংক পিএলসি বগুড়ার আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এ.এস.এম রায়হান শামীম। এছাড়া কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিরা সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা-২০২৪-২৫ অর্থবছরের বাজেটের ওপর বিস্তারিত আলোচনা করেন এবং সেমিনারে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত