নওগাঁ সরকারি কলেজে বাজেট সেমিনার

প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

টেকসই উন্নয়ন পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা প্রথমবারের মতো নওগাঁ সরকারি কলেজে বাজেট সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কলেজের অডিটোরিয়ামে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে অর্থনীতি বিভাগ এর আয়োজন করে। সহযোগিতায় ছিল- পূবালী ব্যাংক। সেমিনারে কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসানের সভাপত্বিতে মুল প্রবন্ধ পাঠ করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: আব্দুর রাজ্জাক। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মো: ইলিয়াস হোসেন।

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: মহীদুল হাসান, প্রফেসর এস.এম. মোজাফফর হোসেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খাঁন, পূবালী ব্যাংক পিএলসি বগুড়ার আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এ.এস.এম রায়হান শামীম। এছাড়া কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিরা সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা-২০২৪-২৫ অর্থবছরের বাজেটের ওপর বিস্তারিত আলোচনা করেন এবং সেমিনারে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়।