শিক্ষার্থীদের মধ্যে সাইকেল ও চারাগাছ বিতরণ
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে সাতখামার উচ্চ বিদ্যালয়ের ৩৫ জন দুস্থ অসহায় শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করেন সংসদ সদস্য জাকারিয়া জাকা। গত মঙ্গলবার বিকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছর ও ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে সাতখামার উচ্চ বিদ্যালয়ের ৩৫ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জাকারিয়া জাকা বলেন, শিক্ষার্থীদের বাড়ি স্কুল থেকে বেশ দূরে, তাই তাদের প্রতিদিন পায়ে হেঁটে বা কখনো কোনো যানবাহনে চড়ে যেতে হয়, হাঁটতেই হয় বেশির ভাগ সময়। এখন তাদের সে কষ্ট দূর হলো। প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য তারা পেল বাইসাইকেল। সাইকেল ও চারাগাছ পেয়ে শিক্ষার্থীদের চোখে মুখে আনন্দের ঝিলিক। মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরিয়াস সাঈদ সরকার, গোলাপগঞ্জ ১২নং আঞ্চলিক শাখা আওয়ামী লীগের সভাপতি তোজ্জাম্মেল হোসেন সরকার রিমন, সাধারণ সম্পাদক সফিউল আলম, সাতখামার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নিত্যানন্দ রায় নিতাই। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।