কোটি টাকা ব্যয়ে ছয় উন্নয়ন কাজের উদ্বোধন

প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ছয়টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে পৌরসভার হরতকিতলায় এসব কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র মোখলেসুর রহমান। এই প্রকল্পের আওতায় ৫৩০ মিটার দৈর্ঘ্যরে দুটি ড্রেন ও ৮৬০ মিটার দৈর্ঘ্যরে চারটি রাস্তার কাজ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকোভারি প্রজেক্টের আওতায় ১ কোটি ২০ লাখ টাকা ৯ হাজার টাকা ব্যয়ে দুটি ড্রেন ও চারটি রাস্তার কাজ করা হবে। এরমধ্যে ৩৫৫ মিটার দৈর্ঘ্যরে হরতকিতলা থেকে বালিগ্রামের ডা. বকুলের বাড়ি ও ১৭৫ মিটার দৈর্ঘ্যরে শংকরবাটি মোল্লাপাড়া জামে মসজিদ থেকে বরজাহানের বাড়ি পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। একই সঙ্গে ১৩০ মিটার দৈর্ঘ্যরে বালিগ্রাম নতুন পাড়া থেকে বীর মুক্তিযোদ্ধা ওসমান আলীর বাড়ি ও ২০০ মিটার দৈর্ঘ্যরে শংকরবাটি মানবসম্পদ অফিস থেকে গোলাম মোস্তাফার বাড়ি পর্যন্ত রাস্তার কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানের মেয়র সালেহ্ উদ্দীন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, জেলা আওয়ামী লীগের দপ্তর ও প্রচার সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ও জেলা ছাত্রলীগের সভাপতি সাইফ জামান আনন্দসহ অন্যরা। এছাড়াও, ভৌত অবকাঠামো নির্মাণ কাজের আওতায় ৪৪৫ মি. দৈর্ঘ্যরে দুটি রাস্তার কাজের উদ্বোধন করা হয়। এতে ব্যয় ধরা হয় ৪৩ লাখ ১০ হাজার টাকা।