গরু বিক্রি করতে এসে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে গরুবাহী নসিমনের সঙ্গে আমের ক্যারেট বোঝাই ট্রাকের সংঘর্ষে আব্দুর রশিদ নামে এক গরু ব্যবসায়ী হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নসিমনে থাকা আরো ৬ জন গরু ব্যবসায়ী। গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ মাছবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বানেশ্বর গ্রামের আব্দুল মিয়ার ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলা থেকে ৫টি গরু বিক্রি জন্য ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গোহাটিতে যাচ্ছিল ১০ জন গরু ব্যবসায়ী। ব্যবসায়ীসহ গরুবাহী নসিমন রানীগঞ্জ বাজারের মাছহাটি এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে যাওয়া আমের খালি ক্যারেট বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত গরু ব্যবসায়ী আব্দুর রশিদসহ ৭ জন আহত হয়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহত ৭ জনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন।