মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ মাদককারবারি চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নে চকচকিয়া গ্রামে এক বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ও এক মাদককারবারির সঙ্গে থাকা বস্তায় ১০৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটকরা হলেন- দিনাজপুর সদরের কমলপুর ইউপির চকচকিয়া পাড়ার লতিফুর রহমানের ছেলে ইমরান বাবু ও একই এলাকার শামসুদ্দিনের ছেলে আরমান আলী। তারা সম্পর্কে চাচা ও ভাতিজা।
ডিএনসি জানায়, খুচরা মাদককারবারিদের সরবরাহের উদ্দেশে ভাতিজা ইমরান বাবুর কাছ থেকে পাইকারি দরে ফেনসিডিল (গ্রীপ) সংগ্রহ করতে এসেছিল চাচা আরমান আলী। এ সময় হাতেনাতে আটক করা হয় তাদের এবং জব্দ হয় ১০৭ বোতল ফেনসিডিল (গ্রীপ)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক মো. শহিদুল মান্নাফ কবীর জানান, মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।