ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কাহারোলে হাসপাতালের নামে বরাদ্দ টাকা আত্মসাৎ

ঘটনা তদন্তে উপ-সচিব
কাহারোলে হাসপাতালের নামে বরাদ্দ টাকা আত্মসাৎ

কাহারোলে দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের নামে অবৈধভাবে দিনাজপুর জেলা পরিষদ থেকে ৪ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ নিয়ে আত্মসাতের ঘটনায় তদন্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রশাসন অধি শাখার উপ-সচিব তানভীর আজম সিদ্দিকী। গতকাল বেলা ১১টায় দিনাজপুরের কাহারোল উপজেলার রামপুর বটতলা দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালে তদন্তে আসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রশাসন অধি শাখার উপ-সচিব তানভীর আজম সিদ্দিকী। তদন্ত করতে এসে দেখেন হাসপাতালে কোনো প্রকার কার্যক্রম না থাকায় দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান ও সাবেক প্রকৌশলী মো. মানিক মিয়াকে প্রশ্ন করেন কীভাবে দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের নামে ৪ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। তারা যুগ্ম সচিবের প্রশ্নের উত্তর সঠিক না দিয়ে শুধু বলেন, এত টাকা বরাদ্দ দেওয়া বৈধ হয়নি। যুগ্ম সচিব এক সপ্তাহের মধ্যে বরাদ্দের সমুদয় টাকার সঠিক হিসাব চান এবং বলেন সঠিক হিসাব না দিতে পারলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ার করেন। দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলীকে প্রশ্ন করেন কতদিন থেকে হাসপাতালের কার্যক্রম বন্ধ রয়েছে জানতে চাইলে তিনি বলেন করোনা কালীন সময় থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে। জানা যায় বিতকিত জমিতে ২০১৫ সালে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতাল নির্মাণ করে। বীরগঞ্জ-কাহারোল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের কোটি কোটি টাকা চাঁদা নিয়ে সমুদয় টাকা আত্মসাৎ করেছেন। এব্যাপারে দিনাজপুর-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের সভাপতি মনোরঞ্জনশীল গোপালকে কয়েক বার তার মুঠো ফোনে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে বীরগঞ্জ ও কাহারোলবাসী নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত