বাল্যবিয়ে প্রতিরোধে সাইকেল র‌্যালি

প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাল্যবিয়ে প্রতিরোধ ও জনসচেতনতা তৈরিতে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভাণ্ডারিয়া এপির আয়োজনে এ সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। ৬০ জন কিশোর-কিশোরী কমলা রঙের টি-শার্ট পরে বাল্যবিয়ের ক্ষতিকারক নানা প্লেকার্ড নিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওয়ার্ল্ড ভিশন অফিসের সামনে শেষ হয়। র‌্যালির উদ্বোধন করেন ভাণ্ডারিয়া উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. ওহাব হাওলাদার। এ সময় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভাণ্ডারিয়া এপির প্রোগ্রাম অফিসার সুভাষ জয়ধর, স্পন্সরশিপ ও চাইল্ড প্রটেকশন অফিসার খ্রীষ্টানা রাখী বিশ্বাস, ইন্টার্ন অর্চি ডেমি রিচিল প্রমুখ।